Saturday, July 26, 2014

স্বাধীনতার সংগ্রাম নিজের অস্তিত্তর সংগ্রাম

নিজের স্বাধীনতার সংগ্রাম নিজের অস্তিত্তর সংগ্রাম নিজের করতে হবে।  নিজের ভিটেবাড়ীর জন্য নিজের ফাইট নিজের করতে হয়। যদি অন্নায় কারিরাদের সংখ্যা বেশি হত ?  তাহলে কেবলি ওরাই বিস্তার করত। নিজের অস্তিত্ব নিজের চিনিয়ে নিতে হবে হায়েনা সকুন দের কাছ থেকে।



দুর্বল দেরকে সবলরা সর্বদা জুলম অত্যাচার করেই যাবে। যতদিন দুর্বলরা প্রতিবাদ করবেনা? ততদিন তাদের দুক্ষের জন্য তারাই দায়ী।

আজ স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছিলাম পাকিস্তানি দের বিরদ্ধে দাড়িয়ে ছিলাম বলে। একবার যখন দুর্বল গা যারা দিয়ে প্রতিবাদ করতে জানবে? তখন অত্যাচারী রা আর সাহস করার  চিন্তাও করতে পারবেনা। শুধু তোমার পদক্ষেপ দরকার , নিজেকে নিজে আত্মরক্ষা করতে না জানলে কেও পারবেনা বাচাতে। চিত্কার করতে হবে প্রতিবাদী  চোখ রাঙ্গানি দেখাতে হবে। একবার চেষ্টা করে দেখো তোমরা , পাপীদে ভয় ধরে যাবে। ওদের চোখে মুখে তখন শুধু ভয় দেখবে। ওদের কর্মের ফলাফল আল্লাহ তোমদের কে দিয়ে দেখাতে বলেছে।  অন্যায়ের প্রতিবাদ করতে বলেছে আল্লাহ। প্রতিবাদী হওয়া জরুরী যখনি দেখবে কোনো অত্যাচার করছে তোমাকে কোনো পাপিষ্ট অত্যাচারী। তোমার প্রতিবাদ আল্লাহ তোমাকেই করতে বলেছে। তুমি না পারলে দেখবে আল্লাহ তোমার পাশে কাওকে না কাওকে দার করিয়ে দিয়েছে। একদিন দুইদিন প্রতিদিন তুমি তোমাকে রক্ষা করার জন্য প্রতিবাদী হও। সাহস কর। দেখবে  তুমি অনেক কিছুই করতে পারছ।  হিংস্র আর হিংস্রামি করবেনা সাহস পাবেনা। নিজের প্রতি আত্মবিশ্বাস এর এক নুতুন জন্ম হবে।

সকুন হায়েনা দের কে সুযোগ দিলেই তোমাকে চির চির করে খেয়ে যাবে।
মন বলে কিছু থাকতে পারে আমার ??? আমার মন নেই।  আমার ইচ্ছা নেই। আমার চাওয়া নেই। আমার আশা নেই। আমার অপেক্ষা আছে কিন্তু তার অবসান নেই। এই হলো জীবন। এই ভাবেই তিল তিল করে আমাকে আমি একদিন মেরে ফেলবো। এইতো জীবন। এক জীবন না থাকলে আর তেমন কি ক্ষতি হবে এই পৃথিবীর??? আমি আর নাই বা রইলাম পৃথিবীর মাঝে। তাতে কার কি আসে ?

একটা হ্যালো অথবা


একটা হ্যালো অথবা
হাই হয়তো আসবে
যেকোনো সময়
তাইনা ? এই আশা করে
বসে থাকা  ঘন্টার পর ঘন্টা
গুম হারিয়ে যায়, প্রয়োজনীয়
কাজ ভুলে যায়, কতনা সুখের
এই অপেক্ষার প্রহর
এই বোধহয়
প্রেম আর ভালবাসার
গভীর টান
তাইনা ??

ভালবাসা কি তোমার
পার্সোনাল প্রপার্টি ?
আর কত কথা বললে
তোমার কথা শেষ হবে
বলতে পারবে ?
তোমার কেন পেট ভরেনা ?
কেন

মানুষের বুকের মধ্যে কেন এত তীক্ষ্ম ব্যথা করে

মানুষের বুকের মধ্যে কেন এত তীক্ষ্ম  ব্যথা করে
যেই ব্যথার কষ্টে মনে হয়
আর বোধহয় সয্য করতে পারছিনা
তবুও আমাদের কে সয্য করতে হয়
আর কত দিনরাত কত কাল
এই ব্যথার কষ্ট গুলো বহন করে  হবে?

আমি যে পারছিনা, মাঝে মাঝে আমি
নিজেকে নিয়ন্ত্রণ  করতে যেন আর
ইচ্ছে হয়না। হারিয়ে যেতে পারতাম ??
কেন আজ শুধু এই চিন্তা টা
মস্তিস্কের চারিপাশে গুড়ে গুড়ে
আমাকে ফিস ফিস করে বলে
এই তোমাকে না বলেই যাই
তুমি হারিয়ে যাও চলে যাও
অনেক দুরে সবার কাছ থেকে
তুমি আর আমি কেও থাকবেনা
তারপর তুমি আর আমি
একটা নুতুন পৃথিবীতে বসবাস
করবো যেখানে আর কারো জন্য
তোমার ওই ভালবাসার কষ্ট গুলোকে
বহন করতে হবেনা।
যদি বুঝতে পারো ,
তাহলে এখনি চল।
আর না হয় তুমি আর তোমার
কষ্ট গুলোকে নিয়ে থাক।

আমার এই দীর্ঘ ৩৯ বছরে

আমার এই দীর্ঘ ৩৯ বছরে
ঠিক যখনি তোমাদেরকে
আমি জানতে পারলাম
বুঝতে পারলাম
অনুভব করতে পারলাম
যে তোমাদের বসবাস
আমার বুকের চারিপাশ জুড়ে।
তখনি আমি কতবার তোমাদের কাছে
আমার দুহাত বাড়িয়ে
বিনীত ভাবে জানতে চাইলাম
তোমরা করা কেন আমার বুকের
চারিদিক জুড়ে বসবাস কর?

তারা আমাকে বলতে থাকলো তখন
তুমি কি জানো ? আমরা সেই তোমার জন্ম থেকে
তোমার সাথে আপন হয়ে মিশে গেছি
লতা পাতার মত জড়িয়ে ধরে
আছি তোমার সারাটা কুষে কুষে
রক্তে তোমার মনের কোনায় কোনায়
তোমার বুকের অতল গভীর এ
যেখানে তুমি আমাদের সবাইকে
প্রচন্ড ভাবে মনে কর তোমার
সমস্ত মন প্রাণ দিয়ে
তোমার রিদপিন্ডের প্রতিটি
স্পন্দনে তুমি নিশ্চয় বুঝো
যখন আমরা আলোড়ন তুলি
তোমার সারাটা হৃদয় জুড়ে

হা তাইতো
তোমরা আমার আনন্দ গুলোকে
সামনে এগোতে দাওনা
আমার চাওয়া পাওয়া গুলোকে
দুদিন ও স্থায়ী হতে দাওনা
আমার একটু হাসি ফুটলেই
তোমাদের এত হিংসে হয়
সুখ যখনি মনে মনে গড়ি
গড়ার স্বপ্ন গুলোকে নিয়ে সামনে
এগোতে থাকি?
তখনি তুমি তোমাদের সমস্ত
শক্তি দিয়ে আমার আনন্দ সুখ হাসি
কেড়ে নিতে আমার পিছনে
শকূণের মত লেগে থাক
আমাকে আমি বেশিদূর যেতে পারিনা
আমার শুক শান্তি আনন্দ হাসি
তোমাদের ছোবলে পরে সব নিস্শেষ
তোমরা আমাকে এলোমেলো করে দাও
তোমরা আমাকে আকাশ ভরা বৃষ্টি
দিয়ে ঝরাও আর আমার রোদেলা দিন
আলো জলা রাত্রি গুলোকে
আলোকিত করতে দাওনা
মেঘে কালো স্থর করে
জমে থাকো।

কতবার অনুরোধ করেছি
তোমাদের। দয়া করে
আমাকে একা থাকতে দাও
বাচতে দাও।
কিন্তু তোমরা বলো
আমাকে তোমরা অনেক ভালোবেসে
ফেলেছো।
আমার দেহের প্রতিটি অঙ্গের
সেল সেল এ
তোমাদের অস্তিত্ব
তোমরা চাইলেও আর
আমাকে ছাড়তে পারবেনা
ভালবাসার খুব গভীর অন্তরালে
তোমরা আমার জীবনে
চুম্বুক এর মত লেগে আছো
এই চুম্বক থেকে আমাকে
তোমরা ছাড়বেনা
এতই তোমাদের ভালবাসা আমার প্রতি
আরো বল সুখ আনন্দ হাসি
সব নাকি আমাকে ছেড়ে চলে যাবে
তোমরা  ওদের মত
নাকি স্বার্থপর না।

আমাকে তোমরা এত কষ্ট দিবেনা
চিরস্থায়ী হয়ে আমার জীবনে
সারাটা সময় জুড়ে থাকবে
একদিন আমার সব কষ্ট গুলো
আমার শরীর আর জীবন
থেকে একেবারে বের করে নিবে
হৃদপিন্ডে তালা জুলিয়ে দিবে
নিঃশ্বাস স্তব্দ করে দিবে
চোখ থেকে দৃষ্টি ছিনিয়ে নিবে
মনের ভিতর থেকে
সব অনুভুতি কেড়ে নিবে
মুখের কথা বন্ধ করে দিবে
হাত পা অবশ করে দিবে
একে একে করে শরীরের রক্ত
সঞ্চালন বন্ধ করে দিবে
আমার কষ্ট গুলো সব দূর করে দিবে
এতোটাই আমার প্রতি তোমাদের ভালবাসা

আমাকে আর কারো জন্য অপেক্ষা করতে
হবেনা ; করুনার দয়ার পাত্র
হতে হবেনা ; বিরক্ত কর বস্ত
যন্ত্রণা আবর্জনা ফেলনা
খেলনা কিছুই হতে হবেনা
কেও আমার সাথে আর ভালবাসার গল্প
আর স্বপ্ন করতে পারবেনা
জীবনের ছোট বড় আশা
সৃতি কিছুই নিয়ে ভাবতে হবেনা
ক্ষুদা মেটানোর কোনো চাহিদা
থাকবেনা ঘরের মধ্যে  বাতি জালানোর
কোনো তাগাদা
ধন সম্পত্তি কিছুই নিয়ে
আমাকে কোনো ধরনের চিন্তায় করতে হবেনা
আমার এত বড় উপকার তোমরা করবে
আমাকে অন্য ভুবন এ নিয়ে যাবে





আমাকে একা

আমাকে একা থাকতে দাও



কেও কি বুঝে তুই খুজিস ?

কেও কি বুঝে তুই খুজিস ?
তোর মনের ভিতরে জমে থাকা
ছোট বড় ক্ষত বিক্ষত
হাজার লক্ষ্য অভিমান
লুকিয়ে লুকিয়ে জমে
আগ্নেয়গিরির য় কি আছে?
তোর মনের মাঝে কিসের গুর্নিঝর
কিসের এত চাপা কষ্ট ?
কেনো এই না বলা অভিমান??

হা হয়তো

কারো মাথা বেথার কি আছে?

আমার জীবন ধংস হয়ে যাবে।
কারো মাথা বেথার কি আছে?
এতদিন পর এই মূল্য টাই
পৃথিবী থেকে আমি পেলাম
আমার জীবন আর কি ???
আমার প্রতি বিচারক এর
ন্যায় বিচার নেই।
আমার জন্য আছে শুধু
অবহেলা আর কথা দিয়ে
উড়িয়ে দেওয়া।
আমি জোর করে সব আদায়
করতে চাই।
আর অন্য জন জোর করে
যদি কিছু করেও?
সেখানে বিচারক এর
কোনো বিচার নেই।
আমার ক্ষেত্রেই পৃথিবীর
ব্যবিচার।
আমি অনেক অন্যায় করি
যখন সত্য কথা গুলো
সরাসরি বলে ফেলি
আমরা সবাই সত্যবাদী হতে চাই
কিন্তু সত্য কথা শুনলেই গায়ে আগুন দরে
আর যে সত্য কথা বলে ?
তার গায়ে আগুন জালিয়ে
দিতে ইচ্ছে করে।
হায়রে পৃথিবী
সব আমার কপাল এর দোষ।
আমিও কারো বিচারে বিচার সয্য করবোনা
আমি আমার গায়ে আগুন দিতে জানি।
এর জন্য কারো কাছ থেকে
ভালবাসা নিতে হবেনা।
ভালবাসা দিব আর নিব
কিন্তু ভালবাসার জন্য
এক পা পারি দিবনা।
এইত ভালবাসা
হা তবুও আমি ভালোবেসে
আমার জীবন তা
উত্সর্গ করবই।
অন্তত কারো মনে যদি একটু ক্ষণের জন্যও আমার অনুভুতি গুলো
চিন্তায় আসে। আমি শুধু অনুভব করতে জানিনা
নিজেকে বিসর্জন ও দিতে জানি।
জানাবনা আর কিছুই।
আমি ছাড়া সবার মুল্য পৃথিবীর কাছে
আমি একজন নাইবা দেকলাম আমার
এই মুখ পৃথিবীকে????



আজ থেকে আর কারো জীবনে
নাক গলাবোনা হাজার বললেও
যে যেভাবে থাকতে চাই
হাজারবার বলে নাক গলাতে
আর যখনি গলাতে যাই
ঠিক তখনি আমার জন্য
উল্টো বিচার আসে।
আজ থেকে আমার জীবন
নিয়ে যত টা
খেলা যায় আমি খেলব
ভালবাসার মানুষ খেলবে কেন?
আমি আমারে নিয়ে খেলি
তাহলে খেলা শুরু আজ
যেভাবে না বলে চলে যাওয়া হয়
ঠিক আমি ও না বলে
নিরব হয়েই যাব।
এইটাই আমার জীবনের
শেষ চাওয়া আমার শেষ আশা।

আমার জীবনের ছোট ছোট কথা গুলোর মুল্য আমি কারো কাছেই পেলাম না
যাকে ভেবেছি যাকে নিয়ে সপ্ন দেখেছি তার কাছেও তাচ্চুল্য মুল্য আমার প্রতি।
আমি আর মুল্য চায়না বরং আমি তার কাছে আমার এই অমূল্যবান জীবনটা
উপহার দিয়ে বুঝিয়ে যাব।
হলোবক
আমার কথা রাখার মানুষ নেই।




মুল্য আমি কারো কাছেই পায়নি

Wednesday, July 16, 2014

কেন তুমি এত কাদো কেন তুমি এত ভাঙ্গো।



কেন তুমি এত কাদো কেন তুমি এত ভাঙ্গো।
মন টাকে আজ শক্ত কর। ভাবাভাবির দিন এখানেই শেষ কর

তোমার মনের সব চেনা শুনা গান
আজ গাইবো আমি

তোমার চোখে জল এলে
এত দুরে থেকে মুছবো কি করে
কেন কাদো তুমি আমি আছি তোমার চারিপাশে
সুখ আর দুঃখ থাকবে জীবনে
ক্ষত বিক্ষত হৃদয় জুড়ে কত মায়া সৃতি
পিছনে ফেলে বাচতেই হবে আমাদের সব কিছু ভুলে
পাড়ি দিতে হয় দিব সাগর নদী
যুদ্ধ করতে হলে করব একসাথে

জীবন থেকে পালানোর কি আছে বল?
কেন কাদবে ? কি হবে কেদে ? কে দেখবে ?
আর নই কান্না শুধু হাসি আর গান দিয়ে
রাঙাবো আমাদের দুজনের নুতন জীবন
হারিয়ে যাব অচেনা কোনো খানে
আমি আর তুমি শুধু

আর একদিন ও তুমি কাদবে না
আমি পারবনা এত দূর থেকে তোমার চোখের জল
মুছতে।
আমার বুক ভেঙ্গে যায় এক কঠিন দীর্ঘশাস
বুকের মধ্যে আলোড়ন তুলে
যেন ধম বন্ধ হয়ে যাবে এমন করে
তোমার কষ্ট গুলো যে আমার সয় না।
আমাকে তোমার কষ্ট গুলো দিয়ে দাও
পারিনা সইতে আর তোমার কষ্ট যে
আমাকে অনেক কষ্ট দেয়।


লাভিন - তুমি আর আমি জানি


লাভিন - কি হয়েছে বল তোমার
কেন সব দুঃখ গুলোকে গোপণ কর
ভাবছো কালকে আর কোনো আশা নেই?
তুমি জানো আমি এইসব পছন্দ করিনা
তুমি কেন বুঝতে চাও না
চুপ করে কষ্ট গুলোকে কেন জড়িয়ে আছো

আমাকে তুমি সত্যি বল
আমি তোমার সব কষ্টের বুঝা কাধে নিলাম
আমি তোমার সময় অসময়ের বন্ধু
বিশ্বাস কর
কেন তুমি নিজেকে ভেঙ্গে ফেলছো
আমি আর তুমি একসাথে জোড়া দিব সব

লাভিন - তুমি আর আমি জানি
জীবনে কষ্ট আসে আর যায়
ক্ষত রেখে যায়। আবার হাসবে গাইবে
কষ্ট গুলো মুছে দিবো আমরা দুজন।
সময় নেই এইসব নিয়ে আর কোনো ভাবনার

লাভিন - আমি আর তুমি কাদব কিন্তু চেয়ে দেখো
এখনো সুর্যের আলো তোমার উপর ঝিলিমিলি করছে
লাভিন - একটি গান শুনাবে যেভাবে আগে গাইতে ?
আরেকটি নুতন গান গাও যেভাবে সবসময় গাইতে
ভুলে যাব আজ আমরা সব পিছুটান আর অতীতের সব কষ্ট

ভালবাসার বন্ধনে আজ আমরা রাঙাবো এই দুটি জীবন নুতন করে
বাধব সুখের ঘর যেখানে হাসি আর আনন্দ
কাদতে হয় কাদব দুজন মনের সুখে
গাইবে তুমি গাইব আমি গাইবো
আমরা মনের সুখে ভালবাসার এই অটুট বন্ধনের গান