কেও কি বুঝে তুই খুজিস ?
তোর মনের ভিতরে জমে থাকা
ছোট বড় ক্ষত বিক্ষত
হাজার লক্ষ্য অভিমান
লুকিয়ে লুকিয়ে জমে
আগ্নেয়গিরির য় কি আছে?
তোর মনের মাঝে কিসের গুর্নিঝর
কিসের এত চাপা কষ্ট ?
কেনো এই না বলা অভিমান??
হা হয়তো
তোর মনের ভিতরে জমে থাকা
ছোট বড় ক্ষত বিক্ষত
হাজার লক্ষ্য অভিমান
লুকিয়ে লুকিয়ে জমে
আগ্নেয়গিরির য় কি আছে?
তোর মনের মাঝে কিসের গুর্নিঝর
কিসের এত চাপা কষ্ট ?
কেনো এই না বলা অভিমান??
হা হয়তো
No comments:
Post a Comment