মানুষের বুকের মধ্যে কেন এত তীক্ষ্ম ব্যথা করে
যেই ব্যথার কষ্টে মনে হয়
আর বোধহয় সয্য করতে পারছিনা
তবুও আমাদের কে সয্য করতে হয়
আর কত দিনরাত কত কাল
এই ব্যথার কষ্ট গুলো বহন করে হবে?
আমি যে পারছিনা, মাঝে মাঝে আমি
নিজেকে নিয়ন্ত্রণ করতে যেন আর
ইচ্ছে হয়না। হারিয়ে যেতে পারতাম ??
কেন আজ শুধু এই চিন্তা টা
মস্তিস্কের চারিপাশে গুড়ে গুড়ে
আমাকে ফিস ফিস করে বলে
এই তোমাকে না বলেই যাই
তুমি হারিয়ে যাও চলে যাও
অনেক দুরে সবার কাছ থেকে
তুমি আর আমি কেও থাকবেনা
তারপর তুমি আর আমি
একটা নুতুন পৃথিবীতে বসবাস
করবো যেখানে আর কারো জন্য
তোমার ওই ভালবাসার কষ্ট গুলোকে
বহন করতে হবেনা।
যদি বুঝতে পারো ,
তাহলে এখনি চল।
আর না হয় তুমি আর তোমার
কষ্ট গুলোকে নিয়ে থাক।
যেই ব্যথার কষ্টে মনে হয়
আর বোধহয় সয্য করতে পারছিনা
তবুও আমাদের কে সয্য করতে হয়
আর কত দিনরাত কত কাল
এই ব্যথার কষ্ট গুলো বহন করে হবে?
আমি যে পারছিনা, মাঝে মাঝে আমি
নিজেকে নিয়ন্ত্রণ করতে যেন আর
ইচ্ছে হয়না। হারিয়ে যেতে পারতাম ??
কেন আজ শুধু এই চিন্তা টা
মস্তিস্কের চারিপাশে গুড়ে গুড়ে
আমাকে ফিস ফিস করে বলে
এই তোমাকে না বলেই যাই
তুমি হারিয়ে যাও চলে যাও
অনেক দুরে সবার কাছ থেকে
তুমি আর আমি কেও থাকবেনা
তারপর তুমি আর আমি
একটা নুতুন পৃথিবীতে বসবাস
করবো যেখানে আর কারো জন্য
তোমার ওই ভালবাসার কষ্ট গুলোকে
বহন করতে হবেনা।
যদি বুঝতে পারো ,
তাহলে এখনি চল।
আর না হয় তুমি আর তোমার
কষ্ট গুলোকে নিয়ে থাক।
No comments:
Post a Comment