আমার এই দীর্ঘ ৩৯ বছরে
ঠিক যখনি তোমাদেরকে
আমি জানতে পারলাম
বুঝতে পারলাম
অনুভব করতে পারলাম
যে তোমাদের বসবাস
আমার বুকের চারিপাশ জুড়ে।
তখনি আমি কতবার তোমাদের কাছে
আমার দুহাত বাড়িয়ে
বিনীত ভাবে জানতে চাইলাম
তোমরা করা কেন আমার বুকের
চারিদিক জুড়ে বসবাস কর?
তারা আমাকে বলতে থাকলো তখন
তুমি কি জানো ? আমরা সেই তোমার জন্ম থেকে
তোমার সাথে আপন হয়ে মিশে গেছি
লতা পাতার মত জড়িয়ে ধরে
আছি তোমার সারাটা কুষে কুষে
রক্তে তোমার মনের কোনায় কোনায়
তোমার বুকের অতল গভীর এ
যেখানে তুমি আমাদের সবাইকে
প্রচন্ড ভাবে মনে কর তোমার
সমস্ত মন প্রাণ দিয়ে
তোমার রিদপিন্ডের প্রতিটি
স্পন্দনে তুমি নিশ্চয় বুঝো
যখন আমরা আলোড়ন তুলি
তোমার সারাটা হৃদয় জুড়ে
হা তাইতো
তোমরা আমার আনন্দ গুলোকে
সামনে এগোতে দাওনা
আমার চাওয়া পাওয়া গুলোকে
দুদিন ও স্থায়ী হতে দাওনা
আমার একটু হাসি ফুটলেই
তোমাদের এত হিংসে হয়
সুখ যখনি মনে মনে গড়ি
গড়ার স্বপ্ন গুলোকে নিয়ে সামনে
এগোতে থাকি?
তখনি তুমি তোমাদের সমস্ত
শক্তি দিয়ে আমার আনন্দ সুখ হাসি
কেড়ে নিতে আমার পিছনে
শকূণের মত লেগে থাক
আমাকে আমি বেশিদূর যেতে পারিনা
আমার শুক শান্তি আনন্দ হাসি
তোমাদের ছোবলে পরে সব নিস্শেষ
তোমরা আমাকে এলোমেলো করে দাও
তোমরা আমাকে আকাশ ভরা বৃষ্টি
দিয়ে ঝরাও আর আমার রোদেলা দিন
আলো জলা রাত্রি গুলোকে
আলোকিত করতে দাওনা
মেঘে কালো স্থর করে
জমে থাকো।
কতবার অনুরোধ করেছি
তোমাদের। দয়া করে
আমাকে একা থাকতে দাও
বাচতে দাও।
কিন্তু তোমরা বলো
আমাকে তোমরা অনেক ভালোবেসে
ফেলেছো।
আমার দেহের প্রতিটি অঙ্গের
সেল সেল এ
তোমাদের অস্তিত্ব
তোমরা চাইলেও আর
আমাকে ছাড়তে পারবেনা
ভালবাসার খুব গভীর অন্তরালে
তোমরা আমার জীবনে
চুম্বুক এর মত লেগে আছো
এই চুম্বক থেকে আমাকে
তোমরা ছাড়বেনা
এতই তোমাদের ভালবাসা আমার প্রতি
আরো বল সুখ আনন্দ হাসি
সব নাকি আমাকে ছেড়ে চলে যাবে
তোমরা ওদের মত
নাকি স্বার্থপর না।
আমাকে তোমরা এত কষ্ট দিবেনা
চিরস্থায়ী হয়ে আমার জীবনে
সারাটা সময় জুড়ে থাকবে
একদিন আমার সব কষ্ট গুলো
আমার শরীর আর জীবন
থেকে একেবারে বের করে নিবে
হৃদপিন্ডে তালা জুলিয়ে দিবে
নিঃশ্বাস স্তব্দ করে দিবে
চোখ থেকে দৃষ্টি ছিনিয়ে নিবে
মনের ভিতর থেকে
সব অনুভুতি কেড়ে নিবে
মুখের কথা বন্ধ করে দিবে
হাত পা অবশ করে দিবে
একে একে করে শরীরের রক্ত
সঞ্চালন বন্ধ করে দিবে
আমার কষ্ট গুলো সব দূর করে দিবে
এতোটাই আমার প্রতি তোমাদের ভালবাসা
আমাকে আর কারো জন্য অপেক্ষা করতে
হবেনা ; করুনার দয়ার পাত্র
হতে হবেনা ; বিরক্ত কর বস্ত
যন্ত্রণা আবর্জনা ফেলনা
খেলনা কিছুই হতে হবেনা
কেও আমার সাথে আর ভালবাসার গল্প
আর স্বপ্ন করতে পারবেনা
জীবনের ছোট বড় আশা
সৃতি কিছুই নিয়ে ভাবতে হবেনা
ক্ষুদা মেটানোর কোনো চাহিদা
থাকবেনা ঘরের মধ্যে বাতি জালানোর
কোনো তাগাদা
ধন সম্পত্তি কিছুই নিয়ে
আমাকে কোনো ধরনের চিন্তায় করতে হবেনা
আমার এত বড় উপকার তোমরা করবে
আমাকে অন্য ভুবন এ নিয়ে যাবে
আমাকে একা
আমাকে একা থাকতে দাও
ঠিক যখনি তোমাদেরকে
আমি জানতে পারলাম
বুঝতে পারলাম
অনুভব করতে পারলাম
যে তোমাদের বসবাস
আমার বুকের চারিপাশ জুড়ে।
তখনি আমি কতবার তোমাদের কাছে
আমার দুহাত বাড়িয়ে
বিনীত ভাবে জানতে চাইলাম
তোমরা করা কেন আমার বুকের
চারিদিক জুড়ে বসবাস কর?
তারা আমাকে বলতে থাকলো তখন
তুমি কি জানো ? আমরা সেই তোমার জন্ম থেকে
তোমার সাথে আপন হয়ে মিশে গেছি
লতা পাতার মত জড়িয়ে ধরে
আছি তোমার সারাটা কুষে কুষে
রক্তে তোমার মনের কোনায় কোনায়
তোমার বুকের অতল গভীর এ
যেখানে তুমি আমাদের সবাইকে
প্রচন্ড ভাবে মনে কর তোমার
সমস্ত মন প্রাণ দিয়ে
তোমার রিদপিন্ডের প্রতিটি
স্পন্দনে তুমি নিশ্চয় বুঝো
যখন আমরা আলোড়ন তুলি
তোমার সারাটা হৃদয় জুড়ে
হা তাইতো
তোমরা আমার আনন্দ গুলোকে
সামনে এগোতে দাওনা
আমার চাওয়া পাওয়া গুলোকে
দুদিন ও স্থায়ী হতে দাওনা
আমার একটু হাসি ফুটলেই
তোমাদের এত হিংসে হয়
সুখ যখনি মনে মনে গড়ি
গড়ার স্বপ্ন গুলোকে নিয়ে সামনে
এগোতে থাকি?
তখনি তুমি তোমাদের সমস্ত
শক্তি দিয়ে আমার আনন্দ সুখ হাসি
কেড়ে নিতে আমার পিছনে
শকূণের মত লেগে থাক
আমাকে আমি বেশিদূর যেতে পারিনা
আমার শুক শান্তি আনন্দ হাসি
তোমাদের ছোবলে পরে সব নিস্শেষ
তোমরা আমাকে এলোমেলো করে দাও
তোমরা আমাকে আকাশ ভরা বৃষ্টি
দিয়ে ঝরাও আর আমার রোদেলা দিন
আলো জলা রাত্রি গুলোকে
আলোকিত করতে দাওনা
মেঘে কালো স্থর করে
জমে থাকো।
কতবার অনুরোধ করেছি
তোমাদের। দয়া করে
আমাকে একা থাকতে দাও
বাচতে দাও।
কিন্তু তোমরা বলো
আমাকে তোমরা অনেক ভালোবেসে
ফেলেছো।
আমার দেহের প্রতিটি অঙ্গের
সেল সেল এ
তোমাদের অস্তিত্ব
তোমরা চাইলেও আর
আমাকে ছাড়তে পারবেনা
ভালবাসার খুব গভীর অন্তরালে
তোমরা আমার জীবনে
চুম্বুক এর মত লেগে আছো
এই চুম্বক থেকে আমাকে
তোমরা ছাড়বেনা
এতই তোমাদের ভালবাসা আমার প্রতি
আরো বল সুখ আনন্দ হাসি
সব নাকি আমাকে ছেড়ে চলে যাবে
তোমরা ওদের মত
নাকি স্বার্থপর না।
আমাকে তোমরা এত কষ্ট দিবেনা
চিরস্থায়ী হয়ে আমার জীবনে
সারাটা সময় জুড়ে থাকবে
একদিন আমার সব কষ্ট গুলো
আমার শরীর আর জীবন
থেকে একেবারে বের করে নিবে
হৃদপিন্ডে তালা জুলিয়ে দিবে
নিঃশ্বাস স্তব্দ করে দিবে
চোখ থেকে দৃষ্টি ছিনিয়ে নিবে
মনের ভিতর থেকে
সব অনুভুতি কেড়ে নিবে
মুখের কথা বন্ধ করে দিবে
হাত পা অবশ করে দিবে
একে একে করে শরীরের রক্ত
সঞ্চালন বন্ধ করে দিবে
আমার কষ্ট গুলো সব দূর করে দিবে
এতোটাই আমার প্রতি তোমাদের ভালবাসা
আমাকে আর কারো জন্য অপেক্ষা করতে
হবেনা ; করুনার দয়ার পাত্র
হতে হবেনা ; বিরক্ত কর বস্ত
যন্ত্রণা আবর্জনা ফেলনা
খেলনা কিছুই হতে হবেনা
কেও আমার সাথে আর ভালবাসার গল্প
আর স্বপ্ন করতে পারবেনা
জীবনের ছোট বড় আশা
সৃতি কিছুই নিয়ে ভাবতে হবেনা
ক্ষুদা মেটানোর কোনো চাহিদা
থাকবেনা ঘরের মধ্যে বাতি জালানোর
কোনো তাগাদা
ধন সম্পত্তি কিছুই নিয়ে
আমাকে কোনো ধরনের চিন্তায় করতে হবেনা
আমার এত বড় উপকার তোমরা করবে
আমাকে অন্য ভুবন এ নিয়ে যাবে
আমাকে একা
আমাকে একা থাকতে দাও
No comments:
Post a Comment