কেন তুমি এত কাদো কেন তুমি এত ভাঙ্গো।
মন টাকে আজ শক্ত কর। ভাবাভাবির দিন এখানেই শেষ কর
তোমার মনের সব চেনা শুনা গান
আজ গাইবো আমি
তোমার চোখে জল এলে
এত দুরে থেকে মুছবো কি করে
কেন কাদো তুমি আমি আছি তোমার চারিপাশে
সুখ আর দুঃখ থাকবে জীবনে
ক্ষত বিক্ষত হৃদয় জুড়ে কত মায়া সৃতি
পিছনে ফেলে বাচতেই হবে আমাদের সব কিছু ভুলে
পাড়ি দিতে হয় দিব সাগর নদী
যুদ্ধ করতে হলে করব একসাথে
জীবন থেকে পালানোর কি আছে বল?
কেন কাদবে ? কি হবে কেদে ? কে দেখবে ?
আর নই কান্না শুধু হাসি আর গান দিয়ে
রাঙাবো আমাদের দুজনের নুতন জীবন
হারিয়ে যাব অচেনা কোনো খানে
আমি আর তুমি শুধু
আর একদিন ও তুমি কাদবে না
আমি পারবনা এত দূর থেকে তোমার চোখের জল
মুছতে।
আমার বুক ভেঙ্গে যায় এক কঠিন দীর্ঘশাস
বুকের মধ্যে আলোড়ন তুলে
যেন ধম বন্ধ হয়ে যাবে এমন করে
তোমার কষ্ট গুলো যে আমার সয় না।
আমাকে তোমার কষ্ট গুলো দিয়ে দাও
পারিনা সইতে আর তোমার কষ্ট যে
আমাকে অনেক কষ্ট দেয়।
No comments:
Post a Comment