Saturday, July 26, 2014

স্বাধীনতার সংগ্রাম নিজের অস্তিত্তর সংগ্রাম

নিজের স্বাধীনতার সংগ্রাম নিজের অস্তিত্তর সংগ্রাম নিজের করতে হবে।  নিজের ভিটেবাড়ীর জন্য নিজের ফাইট নিজের করতে হয়। যদি অন্নায় কারিরাদের সংখ্যা বেশি হত ?  তাহলে কেবলি ওরাই বিস্তার করত। নিজের অস্তিত্ব নিজের চিনিয়ে নিতে হবে হায়েনা সকুন দের কাছ থেকে।



দুর্বল দেরকে সবলরা সর্বদা জুলম অত্যাচার করেই যাবে। যতদিন দুর্বলরা প্রতিবাদ করবেনা? ততদিন তাদের দুক্ষের জন্য তারাই দায়ী।

আজ স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছিলাম পাকিস্তানি দের বিরদ্ধে দাড়িয়ে ছিলাম বলে। একবার যখন দুর্বল গা যারা দিয়ে প্রতিবাদ করতে জানবে? তখন অত্যাচারী রা আর সাহস করার  চিন্তাও করতে পারবেনা। শুধু তোমার পদক্ষেপ দরকার , নিজেকে নিজে আত্মরক্ষা করতে না জানলে কেও পারবেনা বাচাতে। চিত্কার করতে হবে প্রতিবাদী  চোখ রাঙ্গানি দেখাতে হবে। একবার চেষ্টা করে দেখো তোমরা , পাপীদে ভয় ধরে যাবে। ওদের চোখে মুখে তখন শুধু ভয় দেখবে। ওদের কর্মের ফলাফল আল্লাহ তোমদের কে দিয়ে দেখাতে বলেছে।  অন্যায়ের প্রতিবাদ করতে বলেছে আল্লাহ। প্রতিবাদী হওয়া জরুরী যখনি দেখবে কোনো অত্যাচার করছে তোমাকে কোনো পাপিষ্ট অত্যাচারী। তোমার প্রতিবাদ আল্লাহ তোমাকেই করতে বলেছে। তুমি না পারলে দেখবে আল্লাহ তোমার পাশে কাওকে না কাওকে দার করিয়ে দিয়েছে। একদিন দুইদিন প্রতিদিন তুমি তোমাকে রক্ষা করার জন্য প্রতিবাদী হও। সাহস কর। দেখবে  তুমি অনেক কিছুই করতে পারছ।  হিংস্র আর হিংস্রামি করবেনা সাহস পাবেনা। নিজের প্রতি আত্মবিশ্বাস এর এক নুতুন জন্ম হবে।

সকুন হায়েনা দের কে সুযোগ দিলেই তোমাকে চির চির করে খেয়ে যাবে।
মন বলে কিছু থাকতে পারে আমার ??? আমার মন নেই।  আমার ইচ্ছা নেই। আমার চাওয়া নেই। আমার আশা নেই। আমার অপেক্ষা আছে কিন্তু তার অবসান নেই। এই হলো জীবন। এই ভাবেই তিল তিল করে আমাকে আমি একদিন মেরে ফেলবো। এইতো জীবন। এক জীবন না থাকলে আর তেমন কি ক্ষতি হবে এই পৃথিবীর??? আমি আর নাই বা রইলাম পৃথিবীর মাঝে। তাতে কার কি আসে ?

No comments:

Post a Comment