একটা হ্যালো অথবা
হাই হয়তো আসবে
যেকোনো সময়
তাইনা ? এই আশা করে
বসে থাকা ঘন্টার পর ঘন্টা
গুম হারিয়ে যায়, প্রয়োজনীয়
কাজ ভুলে যায়, কতনা সুখের
এই অপেক্ষার প্রহর
এই বোধহয়
প্রেম আর ভালবাসার
গভীর টান
তাইনা ??
ভালবাসা কি তোমার
পার্সোনাল প্রপার্টি ?
আর কত কথা বললে
তোমার কথা শেষ হবে
বলতে পারবে ?
তোমার কেন পেট ভরেনা ?
কেন
No comments:
Post a Comment