Wednesday, July 16, 2014

লাভিন - তুমি আর আমি জানি


লাভিন - কি হয়েছে বল তোমার
কেন সব দুঃখ গুলোকে গোপণ কর
ভাবছো কালকে আর কোনো আশা নেই?
তুমি জানো আমি এইসব পছন্দ করিনা
তুমি কেন বুঝতে চাও না
চুপ করে কষ্ট গুলোকে কেন জড়িয়ে আছো

আমাকে তুমি সত্যি বল
আমি তোমার সব কষ্টের বুঝা কাধে নিলাম
আমি তোমার সময় অসময়ের বন্ধু
বিশ্বাস কর
কেন তুমি নিজেকে ভেঙ্গে ফেলছো
আমি আর তুমি একসাথে জোড়া দিব সব

লাভিন - তুমি আর আমি জানি
জীবনে কষ্ট আসে আর যায়
ক্ষত রেখে যায়। আবার হাসবে গাইবে
কষ্ট গুলো মুছে দিবো আমরা দুজন।
সময় নেই এইসব নিয়ে আর কোনো ভাবনার

লাভিন - আমি আর তুমি কাদব কিন্তু চেয়ে দেখো
এখনো সুর্যের আলো তোমার উপর ঝিলিমিলি করছে
লাভিন - একটি গান শুনাবে যেভাবে আগে গাইতে ?
আরেকটি নুতন গান গাও যেভাবে সবসময় গাইতে
ভুলে যাব আজ আমরা সব পিছুটান আর অতীতের সব কষ্ট

ভালবাসার বন্ধনে আজ আমরা রাঙাবো এই দুটি জীবন নুতন করে
বাধব সুখের ঘর যেখানে হাসি আর আনন্দ
কাদতে হয় কাদব দুজন মনের সুখে
গাইবে তুমি গাইব আমি গাইবো
আমরা মনের সুখে ভালবাসার এই অটুট বন্ধনের গান 

No comments:

Post a Comment