আমার জীবন ধংস হয়ে যাবে।
কারো মাথা বেথার কি আছে?
এতদিন পর এই মূল্য টাই
পৃথিবী থেকে আমি পেলাম
আমার জীবন আর কি ???
আমার প্রতি বিচারক এর
ন্যায় বিচার নেই।
আমার জন্য আছে শুধু
অবহেলা আর কথা দিয়ে
উড়িয়ে দেওয়া।
আমি জোর করে সব আদায়
করতে চাই।
আর অন্য জন জোর করে
যদি কিছু করেও?
সেখানে বিচারক এর
কোনো বিচার নেই।
আমার ক্ষেত্রেই পৃথিবীর
ব্যবিচার।
আমি অনেক অন্যায় করি
যখন সত্য কথা গুলো
সরাসরি বলে ফেলি
আমরা সবাই সত্যবাদী হতে চাই
কিন্তু সত্য কথা শুনলেই গায়ে আগুন দরে
আর যে সত্য কথা বলে ?
তার গায়ে আগুন জালিয়ে
দিতে ইচ্ছে করে।
হায়রে পৃথিবী
সব আমার কপাল এর দোষ।
আমিও কারো বিচারে বিচার সয্য করবোনা
আমি আমার গায়ে আগুন দিতে জানি।
এর জন্য কারো কাছ থেকে
ভালবাসা নিতে হবেনা।
ভালবাসা দিব আর নিব
কিন্তু ভালবাসার জন্য
এক পা পারি দিবনা।
এইত ভালবাসা
হা তবুও আমি ভালোবেসে
আমার জীবন তা
উত্সর্গ করবই।
অন্তত কারো মনে যদি একটু ক্ষণের জন্যও আমার অনুভুতি গুলো
চিন্তায় আসে। আমি শুধু অনুভব করতে জানিনা
নিজেকে বিসর্জন ও দিতে জানি।
জানাবনা আর কিছুই।
আমি ছাড়া সবার মুল্য পৃথিবীর কাছে
আমি একজন নাইবা দেকলাম আমার
এই মুখ পৃথিবীকে????
আজ থেকে আর কারো জীবনে
নাক গলাবোনা হাজার বললেও
যে যেভাবে থাকতে চাই
হাজারবার বলে নাক গলাতে
আর যখনি গলাতে যাই
ঠিক তখনি আমার জন্য
উল্টো বিচার আসে।
আজ থেকে আমার জীবন
নিয়ে যত টা
খেলা যায় আমি খেলব
ভালবাসার মানুষ খেলবে কেন?
আমি আমারে নিয়ে খেলি
তাহলে খেলা শুরু আজ
যেভাবে না বলে চলে যাওয়া হয়
ঠিক আমি ও না বলে
নিরব হয়েই যাব।
এইটাই আমার জীবনের
শেষ চাওয়া আমার শেষ আশা।
আমার জীবনের ছোট ছোট কথা গুলোর মুল্য আমি কারো কাছেই পেলাম না
যাকে ভেবেছি যাকে নিয়ে সপ্ন দেখেছি তার কাছেও তাচ্চুল্য মুল্য আমার প্রতি।
আমি আর মুল্য চায়না বরং আমি তার কাছে আমার এই অমূল্যবান জীবনটা
উপহার দিয়ে বুঝিয়ে যাব।
হলোবক
আমার কথা রাখার মানুষ নেই।
মুল্য আমি কারো কাছেই পায়নি
কারো মাথা বেথার কি আছে?
এতদিন পর এই মূল্য টাই
পৃথিবী থেকে আমি পেলাম
আমার জীবন আর কি ???
আমার প্রতি বিচারক এর
ন্যায় বিচার নেই।
আমার জন্য আছে শুধু
অবহেলা আর কথা দিয়ে
উড়িয়ে দেওয়া।
আমি জোর করে সব আদায়
করতে চাই।
আর অন্য জন জোর করে
যদি কিছু করেও?
সেখানে বিচারক এর
কোনো বিচার নেই।
আমার ক্ষেত্রেই পৃথিবীর
ব্যবিচার।
আমি অনেক অন্যায় করি
যখন সত্য কথা গুলো
সরাসরি বলে ফেলি
আমরা সবাই সত্যবাদী হতে চাই
কিন্তু সত্য কথা শুনলেই গায়ে আগুন দরে
আর যে সত্য কথা বলে ?
তার গায়ে আগুন জালিয়ে
দিতে ইচ্ছে করে।
হায়রে পৃথিবী
সব আমার কপাল এর দোষ।
আমিও কারো বিচারে বিচার সয্য করবোনা
আমি আমার গায়ে আগুন দিতে জানি।
এর জন্য কারো কাছ থেকে
ভালবাসা নিতে হবেনা।
ভালবাসা দিব আর নিব
কিন্তু ভালবাসার জন্য
এক পা পারি দিবনা।
এইত ভালবাসা
হা তবুও আমি ভালোবেসে
আমার জীবন তা
উত্সর্গ করবই।
অন্তত কারো মনে যদি একটু ক্ষণের জন্যও আমার অনুভুতি গুলো
চিন্তায় আসে। আমি শুধু অনুভব করতে জানিনা
নিজেকে বিসর্জন ও দিতে জানি।
জানাবনা আর কিছুই।
আমি ছাড়া সবার মুল্য পৃথিবীর কাছে
আমি একজন নাইবা দেকলাম আমার
এই মুখ পৃথিবীকে????
আজ থেকে আর কারো জীবনে
নাক গলাবোনা হাজার বললেও
যে যেভাবে থাকতে চাই
হাজারবার বলে নাক গলাতে
আর যখনি গলাতে যাই
ঠিক তখনি আমার জন্য
উল্টো বিচার আসে।
আজ থেকে আমার জীবন
নিয়ে যত টা
খেলা যায় আমি খেলব
ভালবাসার মানুষ খেলবে কেন?
আমি আমারে নিয়ে খেলি
তাহলে খেলা শুরু আজ
যেভাবে না বলে চলে যাওয়া হয়
ঠিক আমি ও না বলে
নিরব হয়েই যাব।
এইটাই আমার জীবনের
শেষ চাওয়া আমার শেষ আশা।
আমার জীবনের ছোট ছোট কথা গুলোর মুল্য আমি কারো কাছেই পেলাম না
যাকে ভেবেছি যাকে নিয়ে সপ্ন দেখেছি তার কাছেও তাচ্চুল্য মুল্য আমার প্রতি।
আমি আর মুল্য চায়না বরং আমি তার কাছে আমার এই অমূল্যবান জীবনটা
উপহার দিয়ে বুঝিয়ে যাব।
হলোবক
আমার কথা রাখার মানুষ নেই।
মুল্য আমি কারো কাছেই পায়নি
No comments:
Post a Comment